ঢাবি কম্পিউটার বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, জ্ঞান-বিজ্ঞান চর্চায় ভারতীয় উপমহাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী ও মহামানবদের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
তিনি বলেন, তাঁরা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন ও কষ্ট সহ্য করে জ্ঞান সাধনার মাধ্যমে বিজ্ঞান ও সভ্যতার অগ্রগতিতে অসাধারণ অবদান রেখে গেছেন। বিজ্ঞানের অগ্রগতির ধারা ও সভ্যতার বিকাশে এসব বিজ্ঞানী ও মহামানবদের জীবন ও অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলে পরিবার, সমাজ, দেশ, সভ্যতা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. মোসাদ্দেক খান, নবীন শিক্ষার্থীদের পক্ষে পাপড়ি রহমান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে শামিম বিন জাহিদ।