২২ জুন ২০২৩, ১৮:০২
ঈদুল আজহায় ৮ দিন বন্ধ থাকবে ঢাবির গ্রন্থাগার
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ জুন যথাক্রমে গ্রন্থাগারের পাঠকক্ষসমূহের কার্যক্রম চালু থাকবে।
ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকক্ষসমূহ যথারীতি খোলা থাকবে।
আরও পড়ুন: বাকৃবিতে ঈদুল আজহার ছুটি ১১দিন
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ জুন (বৃহস্পতিবার)। গত ১৯ জুন দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা।