রাবি সায়েন্স ক্লাবকে বিজ্ঞান জাদুঘরের টেলিস্কোপ উপহার

রাবি সায়েন্স ক্লাবকে বিজ্ঞান জাদুঘরের টেলিস্কোপ উপহার
রাবি সায়েন্স ক্লাবকে বিজ্ঞান জাদুঘরের টেলিস্কোপ উপহার  © টিডিসি ফটো

বিজ্ঞান প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবকে একটি টেলিস্কোপ ও উপহার সামগ্রী প্রদান করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।  

সোমবার (১৫ মে) রাবি সায়েন্স ক্লাবের ৯ম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ৩ সদস্যের একটি দল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর সাথে শুভেচ্ছা সাক্ষাৎকালে এ উপহার দেওয়া হয়। 

সাক্ষাৎকালে মোহাম্মদ মুনীর চৌধুরী রাবি সায়েন্স ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সার্বিক কার্যাবলী নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও আসন্ন বিশ্ব পরিবেশ দিবস পালন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও বিজ্ঞান মেলা এবং আরও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন তিনি। পরিশেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। 

এসময় রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মাসুদ ও কোষাধ্যক্ষ শেখ সৈকত


সর্বশেষ সংবাদ