আরবি-ফরাসি ভাষায় সংক্ষিপ্ত কোর্সে ভর্তি নিচ্ছে ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি-ফরাসি ভাষায় তিনমাস মেয়াদি সংক্ষিপ্ত কোর্সে ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https: seba iml-du.com/ General / Home / Application) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আসন সংখ্যা সীমিত।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমান ডিগ্রী থাকতে হবে।

আবেদন যেভাবে: আরবি ও ফরাসি ভাষা কোর্সে ভর্তির জন্য ইনস্টিটিউটের ওয়েবসাইট https: seba iml-du.com/ General/Home/Application প্রবেশ করে ভর্তি সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা যাবে। জাপানি ভাষা সংক্ষিপ্ত কোর্সে সরাসরি অফিসে এসে ভর্তি ফর্ম সংগ্রহ করে ভর্তি হতে হবে। ভর্তির জন্য যোগাযোগ করুন ১০১ নং কক্ষ।

ভর্তির সময়: সকাল ১০:০০টা-বিকাল ৪:০০টা পর্যন্ত (রবিবার থেকে বৃহস্পতিবার) : আরবি ভাষা- সন্ধ্যা ৬:০০টা - রাত ৮.৩০টা পর্যন্ত

ক্লাসের সময় ও দিন: (ক্লাস সপ্তাহে ৩ দিন) (শুক্রবার, শনিবার ও মঙ্গলবার) : ফরাসি ভাষা- সন্ধ্যা ৬:০০টা - রাত ৮.৩০টা পর্যন্ত (ক্লাস সপ্তাহে ২ দিন) (মঙ্গলবার ও শুক্রবার)

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: জুন ২০২৩ (প্রথম সপ্তাহ হতে)

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য facebook.com/seba.iml অথবা facebook.com/groups/iml.du ভিজিট করুন।


সর্বশেষ সংবাদ