একটু সহযোগিতায় বাঁচতে পারে রাবি ছাত্র আনিসুর

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৮-১৯ সেশনের মেধাবী শিক্ষার্থী আনিসুর ভাই  ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যথাযথ চিকিৎসা না পেলে হয়তো অকালেই হারিয়ে যাবে একটি কুড়ি। 

উন্নত চিকিৎসার জন্য ডাক্তার দ্রুত ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য প্রায় ১৩ লক্ষ টাকার প্রয়োজন। তবে আনিসুরের অসহায় গরিব দিনমুজুর বাবার পক্ষে আর খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই সকলের সাহায্য কামনা করেছে তার পরিবার। সাহায্য ব্যতীত তার আর চিকিৎসা করানো সম্ভবপর নয়।

আপনাদের সম্মিলিত সহযোগিতাই পারে একটি জীবনকে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে। সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত নাম্বার গুলোতে।

বিকাশ: 

01779 -187594 (আনিসুর)
01688-326533 (রাহিমুল)

রকেট:

01779-1875943 (আনিসুর)
01762-8748542 (রাহিমুল)

নগদ:

01794-902141 (আনিসুর)
01762-874854 (রাহিমুল)

ব্যাংক একাউন্ট: 

ইসলামী ব্যাংক: 20502090204374503 (আল আমিন)  
অগ্রণী ব্যাংক: 0200013714969 (আনিসুর) 

[সবগুলো নাম্বার পার্সোনাল। যেকোনও তথ্য অনুসন্ধান বা যাচাইয়ের জন্য নিচের নম্বরে যোগাযোগ করুন। 

01762874854 (রাহিমুল আলী, আনিসুরের ছোট ভাই)


সর্বশেষ সংবাদ