জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এএমএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:২৫ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৩, ১১:২৫ AM
২০২২ শিক্ষাবর্ষে জিআইএস-এ এমএস ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এমএসজিইডি ফল প্রোগ্রামে ১৯তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রোগ্রামের বৈশিষ্ট্য:
• ৪২ ক্রেডিট ঘন্টা সহ এক বছরের নিবিড় প্রোগ্রাম (পড়ানো, ব্যবহারিক এবং গবেষণা)
• ক্ষেত্র ভ্রমণ, গবেষণা উপস্থাপনা এবং থিসিস সম্বলিত কাজ
• উচ্চ যোগ্য অনুষদ, শক্তিশালী শিক্ষণ এবং গবেষণা এক্সপোজারের সুবিধা
• সুসজ্জিত জিআইএস-আরএস (GIS-RS), কার্টোগ্রাফিক এবং শারীরিক পরিবেশগত পরীক্ষাগার সুবিধা
যোগ্যতা: ১ বছরের এমএস-সহ ৩ বছরের অনার্সে সিজিপিএ-৪ এর মধ্যে ২য় শ্রেণী বা ২.২৫ সিজিপিএ থাকতে হবে। অথবা ৪ বছর মেয়াদী অনার্সে ২য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে।
খরচ: আনুমানিক ১,২০,০০০ টাকা (তিন কিস্তিতে)
ভর্তি প্রক্রিয়া:
অনলাইন: অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন এবং "এমএস ইন জিআইএস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট" প্রোগ্রাম নির্বাচন করে পরবর্তী ধাপ অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
অফলাইন: রবিবার-বৃহস্পতিবার ( সকাল ৯টা থেকে ৪টা ৩০) এবং শুক্রবার (সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৫টা ৩০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৩
ভর্তি পরীক্ষা: ৫ মে, ২০২৩
ক্লাস শুরু: মে ২০২৩