ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

আজ শনিবার (১৮ মার্চ) সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চারটি ভোটকেন্দ্রে এ নির্বাচনের ভোট প্রদান হয়। গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর ব্যালট নম্বর ০৭।

ভোট কেন্দ্রগুলো হলো— নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং শারীরিক শিক্ষা কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে এসব কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন: যষ্ঠ-সপ্তম শ্রেণিতে তিন বা দু’ঘণ্টার পরীক্ষা হবে না

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। রবিবার সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ ২৫ টি পদে তাদের প্রার্থী দিয়েছেন। গণতান্ত্রিক ঐক্য পরিষদের মনোনীত অন্যান্য প্রার্থীরা হলেন—অধ্যাপক অসীম কুমার, অধ্যাপক ড. আশফাক হোসেন, অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক ড. শারমীন মূসা, অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক  ড. মো. অহিদুজ্জামান, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী,  অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, এ আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ এম বদিউজ্জামান সোহাগ, এস এম বাহালুল মজনুন চুন্নু, নিজাম চৌধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, এডভোকেট মুহাম্মদ শফিক উল্ল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, মোহাম্মদ ইকবাল মাহমুদ, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা ও মো. আতাউর রহমান প্রধান।

আরও পড়ুন: ছয় মাসেও খণ্ডকালীন চাকরি পায়নি জবি শিক্ষার্থীরা

উল্লেখ্য, এর আগে তিন ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র‍্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ০৪ মার্চ ঢাকার বাইরের ২৯ টি কেন্দ্রে, ১১ মার্চ নয়টি কেন্দ্রে এবং ১৪ মার্চ চারটি ভোটকেন্দ্রে এই নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ