১২ মার্চ ২০২৩, ২০:৫৬

ফের রেললাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দুই দিনেও কোনো সমাধান না পেয়ে ফের রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহী রেল স্টেশনের সাথে চাঁপাইনবাবগঞ্জের ছাড়া বাকি সব জেলার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনের দুপাশে আগুন জ্বালিয়ে আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ৫০০ আসামি করে রাবি প্রশাসনের মামলা, গ্রেপ্তার ১

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন ব্যানার ও শিল্পকর্ম এনে রেললাইন দু'পাশে আগুন জালিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের হাতের কারুকার্যের মাধ্যমে তৈরি করা বিশাল আকৃতির ময়ুর পাখি এনে আগুনে পুড়িয়ে দেন। 

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গতকালের ঘটনায় আমরা এখনো কোনো সুষ্ঠু সমাধান পাইনি। আমার ভাইয়েরা রক্তাক্ত অবস্থায় মেডিকেলে ভর্তি আছে। আর এদিকে আমাদের প্রশাসন ঘুমন্ত অবস্থায় রয়েছে। আমরা এমন প্রশাসন চাই না। তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি। 

এর আগে, গতকাল রাত সাড়ে দশটার দিকে একই রেললাইনে  আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছিলো শিক্ষার্থীরা। ফলে ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস বন্ধ হয়ে যায়।