ঢাবি হলের মসজিদে শিক্ষার্থীর বিয়ে, দেনমোহর ৫ হাজার টাকা

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এমএম) হলের মসজিদে বিয়ের কাজ সম্পন্ন করেছেন অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদুল আকবর শুভ। বিয়ের দেন মোহর নির্ধারণ করেছেন পাঁচ হাজার টাকা। 

শুক্রবার জুমার নামাজের পর বিয়ের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত সকলের মধ্যে খেজুর বিতরণ করা হয়। তিনি এই হলের শিক্ষার্থী। বিয়েকে সহজ করার চিন্তাভাবনা থেকে এভাবে আয়োজন করেছেন বলে জানান তিনি।  

পাত্রী সুমাইয়া সুমি জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজে মাস্টার্স করছেন। পাশাপাশি তিনি এক স্কুলে শিক্ষকতা করেন। তার বাড়ি জামালপুরে আর সাজ্জাদুলের বাড়ি চাঁদপুরে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা। অনেকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে সাজ্জাদুল কবির জানান, সবাই বলে বিয়ে সহজ করার কথা। সেটার জন্যই এভাবে আয়োজন করা। তবে স্ট্রাগলটাই অনেক বেশি, হুট করে সিদ্ধান্ত নিয়ে সামাল দেওয়া অনেক কষ্ট। আত্মীয়স্বজনের মধ্যে একটু নেতিবাচকতার বিষয় আছে। তবে বাবা-মা সমর্থন দিয়েছে তাই এতদূর আসতে পেরেছি।

দেনমোহর কম নির্ধারণের বিষয়ে সাজ্জাদুল বলেন, আমি তো বেকার, তবে আমি চাইনি বাকি রাখতে। তাই এই পরিমাণ নির্ধারণ করি। আমাদের আগেই কথা হয়েছিল। সেও আত্মনির্ভরশীল মানুষ। টুকটাক টিউশন করে যা আয় করি তা থেকে যা দিতে চেয়েছি সে সেটা মেনে নিয়েছে। সে তার পরিবারকে ম্যানেজ করেছে। পরিবারের সবাই তার কথা শোনে তাই কিছু বলেনি।

তিনি বলেন, আসলে যারা নিজেকে আত্মনির্ভরশীল মনে করেন তাদের দেনমোহরের ওপর নির্ভর করে থাকার প্রয়োজন নেই। আবার এখন অনেকে ডিভোর্সের ভয়ে এটি করে। তবে টাকা দিয়ে বিয়ে আটকে রাখার মানে নেই।  

সাজ্জাদ আরও জানান, ফেসবুকে তাদের প্রথম পরিচয় হয়। ২০২০ সালের জানুয়ারিতে অনলাইনে কাপড়ের ব্যবসা করতে গিয়ে তাদের সম্পর্ক শুরু হয়। তারপর থেকে এখন পরিণতি। সুমাইয়া কাপড়ে হাতের নকশার কাজ করেন। তাদের দুজনের একটি যৌথব্যবসাও আছে। 


সর্বশেষ সংবাদ