নির্মাণ বন্ধ থাকা মসজিদের কাজ দ্রুত শুরুর দাবি জাবি শিক্ষার্থীদের

নির্মাণ বন্ধ থাকা মসজিদের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন জাবি শিক্ষার্থীরা
নির্মাণ বন্ধ থাকা মসজিদের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন জাবি শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নকশা জটিলতায় বন্ধ হয়ে যাওয়া একটি মসজিদের নির্মাণ কাজ দ্রুত করার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আ ফ ম কামালউদ্দিন ও শহীদ সালাম-বরকত হল সংলগ্ন মসজিদটির কাজ দ্রুত শুরু করার দাবি তাদের।

সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু করার দাবি জানানো হয়। 

মানববন্ধনে আ.ফ.ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, “পূর্বেও আমরা এই ঝুঁকিপূর্ণ মসজিদে নামাজ পড়েছিলাম। কর্তৃপক্ষ অনেক টালবাহানা করার পর মসজিদ ভেঙ্গে নির্মাণের উদ্যোগ নিয়েছে ঠিকই কিন্তু কোনও নির্মাণ কাজ দৃশ্যমান নয়। নতুন মসজিদের মডেল চলে আসছে কিন্তু কাজ তারা শুরু করছে না। আমরা অতি দ্রুত কাজ শুরু করার দাবি জানাই।”

আরও পড়ুন: সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে ঢাবি কেন্দ্রীয় মসজিদ

শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থী রাফিউল ইসলাম রনি বলেন, “ভিসি স্যার দেড় মাস আগে কাজ শুরুর কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত কোনও কাজ দৃশ্যমান নয়। শুক্রবার দিন প্রায় কয়েকশ মানুষ বাহিরে বাগানের মধ্যে ইটের উপরে নামাজ পড়ে। এখন শীতকাল চলে আসায় আমাদের নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে। তাই আগামী ৩০ নভেম্বরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু করার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, “মসজিদ নির্মাণের ব্যাপারে আ ফ ম কামালউদ্দিন ও শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষদের সাথে আলোচনা হয়েছে। নতুন নকশা আমাদের হাতে এসেছে, আগামী মাসের (ডিসেম্বর) প্রথম সপ্তাহে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে বলে আশা রাখছি।”

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের দাবির মুখে মসজিদটির কাজ শুরু হয়েছিল। নতুন মডেলের মসজিদে ধারণ ক্ষমতা কম থাকায় বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। পরে নতুন নকশা প্রণয়ন করে মসজিদ নির্মাণের আশ্বাস দেন উপাচার্য।


সর্বশেষ সংবাদ