ঢাবিতে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৫:৫০ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২২, ০৫:৫০ PM
কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আর মাত্র কয়েকঘন্টা পর। এই বিশ্বকাপকে স্বাগতম জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা। রোববার (২০ নভেম্বর) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
জিয়াউর রহমান হলের শতাধিক শিক্ষার্থী এ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত। সমর্থকরা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তুলে ঢাবি ক্যাম্পাস।
আরও পড়ুন : ফুটবল বিশ্বকাপের গল্প
এদিকে বিশ্বকাপ উপলক্ষে হলগুলোতেও বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনার আকাশি-নীল, ব্রাজিলের হলুদ-সবুজ পতাকা। এর বাইরে জার্মানি ও পর্তুগালের পতাকাও চোখে পড়ছে বিভিন্ন হলে। দলবেঁধে নিজ নিজ দলের জার্সি পরে অনুরাগীদের ফটোসেশন আর আড্ডা তো চলছেই। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আর্জেন্টিনা সমর্থকদের মিছিলে নেতৃত্ব দেওয়া হাসিবুল হাসান শান্ত বলেন, আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে তাই বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আমরা আর্জেন্টিনা সমর্থকরা মিছিল বের করেছি। এর আগে থেকেই আমাদের হল সেজেছে বিশ্বকাপের আমেজে। আর্জেন্টিনা সমর্থক হিসেবে খুব করে চাই এবার মেসির হাতেই উঠুক বিশ্বকাপ।
আরেক আর্জেন্টিনা সমর্থক হাবিব রহমান বলেন, ফুটবল বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে। এরপর কোপা আমেরিকা ও ফিনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টানা ৩৬ ম্যাচে নেই হারার রেকর্ড। তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখছি। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বে লিও মেসির আর্জেন্টিনা।