শিক্ষার্থীদের জন্য নিজ টাকায় ৪০ লাখ টাকার ফান্ড গঠন ঢাবি অধ্যাপকের

৪০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান
৪০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য নিজের ৪০ লাখ টাকায় ট্রাস্ট ফান্ড গঠন করেছেন ওই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান।

আজ বুধবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে ৪০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন তিনি। এ ট্রাস্ট ফান্ডের নাম ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’।

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর গণিত বিভাগের বিএস সম্মান চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে। এছাড়া বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

উপাচার্য দপ্তরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতা পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ