বুয়েট ছাত্র ফারদিন হত্যার নেপথ্যে রায়হান গ্যাং
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফারদিন নূর পরশ হত্যা মামলায় অগ্রগতির কথা জানিয়েছে । নিহত ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন।
র্যাব জানিয়েছে, ফারদিনকে জিম্মি করে অথবা অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে জোর করে নিয়ে যাওয়া হয়। শীর্ষ মাদক কারবারি রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।
আরও পড়ুন: ঢাবির হল ক্যান্টিনের খিচুড়ি খেয়ে পরীক্ষার হলে অসুস্থ শিক্ষার্থী
ফারদিন হত্যা নিয়ে সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এসব কথা জানিয়েছে র্যাব।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নিখোঁজ ছিলেন। ৫ নভেম্বর তার বাবা কাজী নূর উদ্দিন ফারদিন নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৯ নভেম্বর রাতে ফারদিনের বান্ধবী বুশরাসহ অজ্ঞাতদের আসামি করে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা।