০৮ অক্টোবর ২০২২, ২৩:৫১

শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, কপাল ফাটল চবি শিক্ষার্থীর

আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হচ্ছে   © সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন এক শিক্ষার্থী। শবিবার রাত সাড়ে ৮টার শাটল নগর ছেড়ে চট্টগ্রাম ক্যানটনমেন্ট এলাকায় পৌঁছালে পাথর ছুড়ে দুর্বৃত্তরা।

আহত ওই শিক্ষার্থীর নাম আজিজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পাথরে তিনি কপালে আঘাত পান। পরে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেন আজিজুল। তার কপালে দুটি সেলাই লেগেছে বলে মেডিক্যাল থেকে জানানো হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্রীদের তোপের মুখে ইরানি প্রেসিডেন্ট

একই বগিতে থাকা রাজনীতি বিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ শাহাবুদ্দিন জানান, সাড়ে ৮টার শাটল ক্যানটমনেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে হঠাৎ একটি পাথর এসে আজিজের কপালে লাগে। সে সিট থেকে পড়ে যায়। পরে ট্রেন ক্যাম্পাসে পৌঁছলে আমরা মেডিক্যাল সেন্টারে নিয়ে যাই।’

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসক শুভাশিষ চৌধুরী বলেন, ‘পাথরের আঘাতে এক শিক্ষার্থী কপালে আঘাত পেয়েছে। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তার কপালে দুটি সেলাই লেগেছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টা জানার পরই আমাদের সহকারী প্রক্টররা মেডিক্যালে গিয়েছেন। পুলিশ প্রশাসন বারবার চেষ্টা করেও এটি প্রতিরোধ করতে পারছে না। কয়কেকদিন পর পরই ঘটছে। আমরা আবারও পুলিশ প্রশাসনের সঙ্গে বসব।’