জাবিতে নতুন গাড়ি কেনা বন্ধ, ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

সরকারের ব্যয় সংকোচ নীতির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল ধরনের গাড়ি কেনা বন্ধ থাকবে। এছাড়া ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থায় প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধনের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

নতুন/প্রতিস্থাপক হিসেবে সকল প্রকার যানবাহন ক্রয় ('৪১১২১০১-মোটরযান’, ‘৪১১২১০২ জলযান’ ‘৪১১২১০৩-আকাশযান') বন্ধ থাকবে; শুধুমাত্র জরুরী ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ‘৩২১১১০৬-আপ্যায়ন ব্যয়’, ‘৩২৪৪১০১-ভ্রমণ ব্যয়', ‘৩২৫৫১০৫-অন্যান্য মনিহারি', '৪১১২২০২-কম্পিউটার ও আনুষঙ্গিক', '৪১১২৩০৩-বৈদ্যুতিক সরঞ্জামাদি’ ও ‘৪১১২৩১৪-আসবাবপত্র’ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে; দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে '৩২৩২৩০১-প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণ প্রতিষ্ঠান ব্যতীত) বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে; ‘৩২৪৩১০১-পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট’ ও ‘৩২৪৩১০২-গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সব্বোর্চ ৮০% ব্যয় করা যাবে এবং বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫% সাশ্রয় করতে হবে।


সর্বশেষ সংবাদ