২০ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৩

জাবিতে ‘আপত্তিকর’ অবস্থায় দুই বহিরাগত শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আপত্তিকর’ অবস্থায় দুই বহিরাগত শিক্ষার্থী আটক
আটক দুই শিক্ষার্থী   © টিডিসি ফটো

‘আপত্তিকর’ অবস্থায় দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তা শাখা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চের পিছন থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন নিরাপত্তা কর্মকর্তা রাশেদুল ইসলাম রাসেল।

আটককৃত দুইজন হলেন- মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র নাজমুল হাসান শাওন ও অপরজন রওজাতুল কুরআনিয়া মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার ঐশী।

আরও পড়ুন : একইদিনে দুই ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন জানান, ‘বহিরাগত দুইজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জানায়। তৎক্ষণাৎ ডিউটি অফিসার ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে যায় এবং তাদের আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে আসে। পরবর্তীতে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।’

তিনি আরও জানান, ‘স্কুল-কলেজে যাওয়ার নামে কিশোর-কিশোরীরা নির্জন স্থানে নানা অশালীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে পারিবারিক শিক্ষা এবং সচেতনতা জরুরি।’