২০ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮

রাবি শিক্ষকের ছেলের প্রাইভেটকারের ধাক্কায় ছাত্রী আহত

প্রাইভেটকার ও রিকশা সংঘর্ষ  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপকের ছেলের প্রাইভেটকারের ধাক্কায় এক রাবি ছাত্রী আহত হয়েছেন। শহরের পশ্চিম বুধপাড়া এলাকায় চৌরাস্তার মোড়ে ওই সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রীর নাম আয়েশা খাতুন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রিকশায় করে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের সাথে সংঘর্ষে রিকশাচালকসহ তিনি আহত হন। বর্তমানে তারা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন‌।

রাতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর বলেন, ‘আহত ছাত্রীর চিকিৎসার দেখভাল করছি। প্রাইভেটকারের মালিক রিকশাচালকের চিকিৎসার ব্যবস্থা করেছেন।’ 

আহত আয়েশা খাতুন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ছাত্রী। তিনি পরিবারের সঙ্গে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় বসবাস করেন। তার বাবার নাম মো. আনোয়ার ইসলাম। আহত রিকশাচালক মো. সিটু মোল্লা। তিনি রাজশাহীর চারঘাট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে ‘উদ্বাস্তু’ আতঙ্ক

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীর সহপাঠী ও বিভাগ সূত্রে  জানা গেছে, রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. খায়রুল ইসলামের উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে মো. নিয়াসির (১৭) প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। এদিকে, আহত আয়েশা খাতুন ব্যাটারিচালিত রিকশায় করে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রিকশাটি রাস্তা পার হ‌ওয়ার সময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন রিকশাচালক ও যাত্রী আয়েশা খাতুন। তাদের দুজনেরই পা ভেঙে গেছে এবং শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।  

ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. খায়রুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি‌।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, প্রাইভেটকার এবং রিকশাটি আমাদের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।