প্রধানমন্ত্রীও চান শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক: ইউজিসি চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৯:১১ AM , আপডেট: ১৪ জুন ২০২১, ০৯:১১ AM
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়ার বিষয়টি মন্ত্রণালয় দেখছে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ বলেছেন, ‘মিটিংয়ে জোরালোভাবে বলেছি, দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা নিতে। তারা আশ্বস্তও করেছে আমাদেরকে।’ একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে ভ্যাকসিন এলে অগ্রাধিকার ভিত্তিতে দেবে। আমার ধারণা টিকাদান দ্রুত শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় অসুবিধা অনুভব করছে। প্রধানমন্ত্রীও চান শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে অসম্পূর্ণ থাকে সবকিছু। শিক্ষার সঙ্গে সবকিছু সংযুক্ত।’
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রাধিকার আছে। সিনোভ্যাকের কথা বলছিল কারণ এটি দ্রুত আসার সম্ভাবনা ছিল। এখন যেহেতু জটিলতা তৈরি হয়েছে সেহেতু যেটা সহজলভ্য থাকবে সেটি দ্রুত দিয়ে শুরু করতে হবে। আমাদের টিকা দিতে হবে, বসে থাকলে হবে না। অন্য কোনো টিকা আনলে সেটি দিতে হবে।’
এ সময় ক্লাস শুরুর বিষয়ে ড. কাজী শহিদুল্লাহ বলেন, ‘ক্লাস শুরু করতে শুধু আবাসিক শিক্ষার্থীদের নয়, অনাবাসিকদেরও টিকা দিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে সামাজিক দূরত্ব মেনে বসার মতো ক্লাসরুম নেই। টিকাদান শুরু হলে আবাসিক শিক্ষার্থীরা আগে পাবে। পরে অন্যান্য শিক্ষার্থীরা পাবে। টিকাদান শুরু হলে দুটি ডোজ না নিয়ে শিক্ষার্থীদের ওঠাতে পারব না।’
পরীক্ষার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘পরীক্ষা নিতে মানা করিনি আমরা। পরীক্ষার নির্দিষ্ট সময় না থাকলে শিক্ষার্থীরা পড়তে বসে না। বিশ্ববিদ্যালয়গুলো নিজ দায়িত্বে পরীক্ষা নেবে। এর দায় আমরা নিতে পারব না। কারণ মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছে তারা। তারা যদি মনে করে পরীক্ষা নেওয়া নিরাপদ, তাহলে নিতে পারবে।’