অনলাইনে পরীক্ষা নিলে ব্যবস্থা নেবে ইউজিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:২৯ AM , আপডেট: ০১ এপ্রিল ২০২১, ১২:২৯ AM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে বিশ্ববিদ্যালয়গুলো নিষেধাজ্ঞা জারির পর পরীক্ষা নিয়েছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
বুধবার (৩১ মার্চ) রাতে 'করোনাকালীন শিক্ষার নানান দিক' নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইউজিসি সচিব বলেন, সম্প্রতি অনলাইনে পরীক্ষা না নেয়ার বিষয়ে ইউজিসি নিষেধাজ্ঞা জারি করেছে। সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর পরও যদি কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে যারা পরীক্ষা নিচ্ছে, তারা কনভোকেশন আয়োজন করার সময় আমরা তাদের বাধা দিবো। এ বিষয়ে আমরা রাষ্ট্রপতি মহোদয়ক অবহিত করব। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেয়া সার্টিফিকেট শিক্ষার্থীদেরও কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।