সরকারের নির্দেশনা পেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি

ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় লোগো
ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় লোগো  © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সরকারি নির্দেশনা পেলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার অনুমতি দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা পায়নি ইউজিসি।

এ প্রসঙ্গে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক বিশ্বজিৎ চন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। সরকার যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেয় তাহলে আমরাও সেই পথেই হাটব।

এর আগে শুক্রবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্ব প্রস্তুতি নিতে নির্দেশা দেয়া হয়। তবে সেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো নির্দেশনা ছিল না।

ইউনিসেফের সহায়তায় তৈরি করা ৩৯ পৃষ্ঠার নির্দেশনায় একটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। শিক্ষার্থীদের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার পথ আলদা হতে হবে। ক্লাসের আয়তনের ওপর শিক্ষার্থীর সংখ্যা নির্ভর করবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক সরবরাহ হবে স্কুল থেকে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।

স্কুলের শ্রেণীকক্ষ, টয়লেট, স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয়া হবে। বেসরকারি স্কুল নিজস্ব তহবিল থেকে খরচ বহন করবে। আর সরকারি স্কুলগুলোর খরচ দেবে সরকার।


সর্বশেষ সংবাদ