ইউজিসিতে ‘এসএবিইআর-টিই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভার অতিথিরা
আলোচনা সভার অতিথিরা

সিস্টেম অ্যাপ্রোচ ফর বেটার এডুকেশন রেজাল্টস ইন টারশিয়ারি এডুকেশন (এসএবিইআর-টিই) শীর্ষক এক আলোচনা সভা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ইউজিসির অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল এনগেজমেন্ট এন্ড নলেজ এডুকেশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (এডুকেশন) এর এডুকেশন স্পেশালিস্ট ড. কোয়েন গেভেন।  পরে মূল প্রবন্ধের ওপর পরে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উচ্চশিক্ষার লক্ষ্য, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গভর্ন্যান্স, অর্থায়ন, শিক্ষার্থীর সংখ্যা, টিচিং লার্নিং, গবেষণা, ভর্তি পরীক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, প্রকাশনা এবং উচ্চশিক্ষার প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনায় প্রাধান্য পায়।  দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক উপাচার্য ও উপ-উপাচার্যগণ আলোচনায় অংশগ্রহণ করে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইউজিসি প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সচিব ড. মোঃ খালেদ, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত এনডিসি প্রমুখ।


সর্বশেষ সংবাদ