ইউজিসিতে মতবিনিময় সভায় নেপাল প্রতিনিধি দল
মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়তে বাংলাদেশে আসেন নেপালী শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২০ PM
নেপালের অনেক শিক্ষার্থী মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিতে বাংলাদেশে আসেন বলে জানিয়েছেন নেপাল ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এনডিআরআই) প্রেসিডেন্ট ড. নব রাজ খাতিওয়াডা। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এনডিআরআই-এর একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ইউজিসির মিটিং রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ড. নব রাজ খাতিওয়াডা বলেন, নেপালের অনেক শিক্ষার্থী মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিতে বাংলাদেশে আসেন। অন্যদিকে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজম্যান্ট শিক্ষায় নেপালের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষার একটি অংশ নেপালে সম্পন্ন করতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।
ড. নব রাজ আরও বলেন, নেপালের শিক্ষক, গবেষক ও থিংক ট্যাঙ্করা বাংলাদেশের শিক্ষক, গবেষক ও থিংক ট্যাঙ্কদের সাথে যৌথভাবে শিক্ষা, গবেষণা ও পলিসি প্রণয়নের কাজ করতে পারে। এছাড়া নির্মাণ সামগ্রী, জলবিদ্যুৎ ও দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রেও দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলে মনে করেন তিনি ।
মতবিনিময় সভায় অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে বিশেষায়িত মানবসম্পদ তৈরিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন।
তিনি বলেন, নেপালের সাথে বাংলাদেশের উচ্চশিক্ষার অনেকগুলো ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ আছে। এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারলে দুই দেশই উপকৃত হবে বলে মত ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় ড. মো. সাজ্জাদ হোসেন উচ্চশিক্ষার যৌথ সহযোগিতামুলক ক্ষেত্রগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের জন্য এনডিআরআইর প্রতিনিধি দলকে আহবান জানান। এ ক্ষেত্রে ইউজিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহরযোগিতা করা হবে বলে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
ইউজিসির সিনিয়র সহকারি সচিব মো. মামুন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় নেপালের সাবেক পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী গণেশ শাহের নেতৃত্বে নেপাল প্রতিনিধি দলের সদস্য এনডিআরআই’র প্রেসিডেন্ট ড. নব রাজ খাতিওয়াডা, নির্বাহী পরিচালক ড. শঙ্কর শ্রেষ্ঠ এবং ত্রিভুবন বিশ্ববিদ্যায়ের সহযোগী অধ্যাপক ড. জ্যোতি গিরি সভায় উপস্থিত ছিলেন।