কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ AM

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ অর্থাৎ কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর দিল প্রতিষ্ঠানটি। ভিডিও কলে কথা বলার সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের সুযোগ দিতে হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা।
এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের এ সুবিধা পরখ করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন এ সুবিধা চালু হলে কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের ভিডিও দেখা যাবে। অন্য অ্যাপ বা ওয়েবসাইটে থাকা ভিডিও দেখার সময় ভিডিও কলের ছবি পর্দার এক পাশে দেখা যাওয়ায় কথোপকথনও স্বচ্ছন্দে করা যাবে। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
পিকচার-ইন-পিকচার সুবিধা কাজে লাগিয়ে অন্য অ্যাপ বা ওয়েবসাইট চালু করলে ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হবে না। এমনকি ভিডিও কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিদেরও কথা বলতে বা শুনতে কোনো সমস্যা হবে না। ফলে বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যাবে।
পিকচার-ইন-পিকচার মোড সুবিধা চালুর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ ওয়েবের ‘০.৩.১৮৪৬.১’ সংস্করণ ব্যবহার করতে হবে। তবে কবে নাগাদ এ সুবিধা সবার জন্য চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।