পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য সম্ভাবনাময় বিষয় পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস

পোর্ট
পোর্ট  © সংগৃহীত

উচ্চশিক্ষা মানেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হওয়ার পথে এগুতে হবে, এই ধারণা ছোটবেলা থেকেই আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়। এর বাইরেও অনেক সেক্টর আছে কিংবা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে যা আমরা অনেকেই জানি না।

দেশের সামুদ্রিক অর্থনীতি কিংবা ব্লু ইকোনমি অর্জনের লক্ষ্যে ২০১৩ সালে দেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মেরিটাইম ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। ধারাবাহিকভাবে শুরু হয়ে বর্তমানে মোট ৫টি ডিপার্টমেন্ট মিলে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিসারিজ, বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ ও বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস্ -এ স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। 

মেরিটাইম ইউনিভার্সিটির ৫ টি স্নাতক প্রোগ্রামের মধ্যে ফ্যাকাল্টি অব শিপিং এডমিনিস্ট্রেশন এর অধীন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস একটি সম্ভাবনাময় বিষয়। এই বিষয়ে স্নাতক সম্পন্ন করে প্রথম ব্যাচ বের হয়েছে, যারা দেশের পোর্ট, শিপিং ও লজিস্টিকস সেক্টরে অনন্য অবদান রাখছে। চাকরিতে প্রথম ব্যাচের সফলতার ধারাবাহিকতায় ডিপার্টমেন্টের দ্বিতীয় ব্যাচের ইন্টার্নশিপ ও পরীক্ষা শেষ হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ পাচ্ছে। একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটিতেই পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস থাকায় এই বিষয়ের গ্রাজুয়েটদের চাহিদা ব্যাপক। 

পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস এ পড়াশোনা শেষ করে যেসব ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে তার মধ্যে অন্যতম পোর্ট এন্ড টার্মিনাল, শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিং, শিপ ম্যানেজমেন্ট, লজিস্টিকস, সি এন্ড এফ (ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং), ক্রুইং, চার্টারিং, শিপ ব্রোকারিং, ওয়্যারহাউজ, শিপ সাপ্লায়ার্স, ওয়ার্কশপ, ড্রাই ডক, অডিট ইন্সপেকশন। এসব বিষয়ভিত্তিক চাকরির পাশপাশি শিক্ষকতা, যেকোনো সরকারি-বেসরকারি চাকরি, ব্যাংকসহ সাধারণ যেকোনো ক্ষেত্রে কাজ করার সুযোগ পায় পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। শিপিং একটি বিশ্বব্যাপী সেক্টর হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও এর চাহিদা ব্যাপক। বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রেও প্রাধান্য পায় পোর্ট ম্যানেজমেন্ট ও লজিস্টিকস গ্র্যাজুয়েটরা। ইতোমধ্যে পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে মেরিটাইম সেক্টরে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে সফলতার স্বাক্ষর রাখছে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

এপি মুলার মার্কস -এ কর্মরত আতিফা জান্নাত অর্পা জানান, ‘আমরা পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস -এ বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও এই সেক্টরটা কিন্তু আসলে পুরোনো। আমাদের আগে থেকে যারা এখানে চাকরি করছে তারা এই বিষয়টা সম্পর্কে সম্পূর্নভাবে না জেনেই কাজ শুরু করেছিলেন। এই ক্ষেত্রে আমি মনে করি যে, আমরা একটু হলেও এগিয়ে ছিলাম কারণ আমরা শিপিং সম্পর্কে জানি, শিপিং ট্রেড সম্পর্কে জানি। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে দক্ষ গ্রাজুয়েট আসছে, এই সেক্টরে অবদান রাখার অসাধারন সুযোগ রয়েছে। বর্তমানে ও ভবিষ্যতে পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস গ্রাজুয়েটদের চাহিদা ব্যাপক।’

পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস প্রথম ব্যাচের শিক্ষার্থী মাহমুদ জামিল, বর্তমানে কর্মরত আছেন আকিজ শিপিং লাইনে । বর্তমান কর্মস্থলের আগে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড এর শিপিং এন্ড লজিস্টিকস এ কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি মনে করি শিপিং কোম্পানি গুলোতে চাকুরির ক্ষেত্রে অন্তত ১-২ বছরের  অভিজ্ঞতা সম্পন্ন ক্যান্ডিডেটদের সমান ব্যাকগ্রাউন্ড নলেজ আমরা আমাদের স্নাতকে অর্জন করে ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি। আমি বর্তমানে বাল্ক শিপিং নিয়ে কাজ করছি। সকল ধরনের প্রোডাকশনের ক্ষেত্রে র’ ম্যাটেরিয়াল বাল্ক পরিমানে আমদানি করতে হয়। রেডিমেড গার্মেন্টসসহ প্রোডাকশন বেসড ইন্ডাস্ট্রি গুলো যদি দেশেই তাদের কার্যক্রম বাড়ায় সে ক্ষেত্রে বাল্ক শিপিং অনেক এগিয়ে যাবে। বাল্ক শিপিং সহজতর আর এফিশিয়েন্ট হলে আরো অনেক ইন্ডাস্ট্রি এদেশেই প্রোডাকশনের কথা ভাবতে পারে এবং তাতে বাংলাদেশ রপ্তানি নির্ভর দেশে উপনিত হতে পারবে। বাল্ক শিপিং সেক্টরে পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস সাবজেক্ট এর গ্রাজুয়েট এবং কর্মদক্ষ লোকবল অপরিহার্য। বর্তমানে এই সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন মার্চেন্ট ম্যারিনাররা। তবে আমার বিশ্বাস পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকসের চৌকশ ছাত্রছাত্রীরা তাদের সাথে তাল মিলিয়ে অনেকদুর এগিয়ে যাবে এবং ইন্ডাস্ট্রিকে আরো বেশি সমৃদ্ধ করবে।’

মেরিটাইম ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব শিপিং এডমিনস্ট্রেসন এর অধীনে পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস এ প্রতিবছর ৪০ জন শিক্ষার্থী স্নাতকে ভর্তি হওয়ার সুযোগ পায়। প্রতিযোগিতামূলক এই ভর্তি পরীক্ষায় ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, এনালিটিকাল এবিলিটি থেকে প্রশ্ন করা হয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে


সর্বশেষ সংবাদ