ভর্তি পরীক্ষার প্রস্ততিতে ইংরেজি ভয়? জেনে নিন ভালো করার উপায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ PM
আমাদের দেশে এখনও বহু শিক্ষার্থীর ইংরেজিতে ভীতি কাজ করে। বিশ্বায়নের এ যুগে সবারই ইংরেজিতে দক্ষতা থাকা উচিত। তবে ভর্তি পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ে ভালো দক্ষতা থাকা আবশ্যক। ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ইংরেজি পড়া বাধ্যতামূলক। তাই একজন ভর্তি পরীক্ষার্থীর বিষয়টি সুপরিকল্পিতভাবে পড়াশোনা করা উচিত। ভর্তি পরীক্ষার প্রস্ততি নেওয়া যেসব শিক্ষার্থীরা মনে করছেন তাদের ইংরেজিতে আরও ভালো দক্ষতা প্রয়োজন অথবা বিষয়টি নিয়ে ভীতি কাজ করছে তাদের জন্য আজকের এ লেখাটি-
১. ভর্তি পরীক্ষার ইংরেজিতে মূলত দুইটি অংশ গুরুত্বপূর্ণ। প্রথম অংশটি হলো ইংরেজি গ্রামার এবং দ্বিতীয় অংশ হলো ইংরেজি মুখস্থ পাঠ বা ভোকাবুলারি। ভোকাবুলারি অংশের মধ্যে রয়েছে: Appropriate prepositions, Group verbs, Correct spellings, Idioms and Phrases এবং Substitutions ইত্যাদি।
২. প্রথমে ইংরেজি প্রথম পত্রের প্রতিটা ইংরেজি অনুচ্ছেদ ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিশেষ করে ইংরেজি প্রতিটা শব্দের সমার্থক শব্দসহ অর্থ জানতে হবে। এমনভাবে পড়তে হবে যেন ইংরেজি অনুচ্ছেদ এর মূলভাব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে।
৩. ছোট-বড় সব অনুচ্ছেদ ভালোভাবে পড়তে হবে। নতুন শব্দ ভাণ্ডার এর সাথে পরিচিত হতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রথমপত্র পাঠ্যবই গুরুত্বপূর্ণ। মানবিক বিভাগে পাঠ্যবই থেকে অনেক প্রশ্ন থাকে গুরুত্বপূর্ণ অংশ থেকে। তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য পাঠ্য বইয়ের খুব বেশি গুরুত্ব নেই। ভোকাবুলারি জানা অত্যাবশ্যক সব শাখার জন্যই।
৪. ইংরেজি বিষয়ে আসা বিগত বছরের প্রশ্নসমূহ ভালোভাবে পড়তে হবে। এবং সে সম্পর্কিত প্রশ্নগুলো আরো বেশি চর্চা করতে হবে। আর নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। এতে করে নিজের অবস্থান সম্পর্কে জানা যায়। কোন কোন টপিকে দুর্বল সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাবে। আর যেসব টপিক বারবার ভুল হবে সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে সংশোধন করতে হবে। ভুল করা প্রশ্নগুলো দীর্ঘদিন মনে থাকে।
৫. ইংরেজি গ্রামারে ভালো করতে হলে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে ভালো করার জন্য প্র্যাকটিস এর কোন বিকল্প নেই। যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ের সব টপিক সমান গুরুত্বপূর্ণ নয়। ভর্তি পরীক্ষার প্রশ্ন পত্র বিশ্লেষণ করে জানতে হবে, কোন টপিকগুলো থেকে ইংরেজি গ্রামারে বেশি প্রশ্ন হয়েছে।