১৪ মে ২০২৫, ১১:৫৭

এক দশক পর গুগলের ‘জি’ লোগোতে পরিবর্তন

গুগলের নতুন লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল নতুনভাবে একত্রে মিশে গেছে  © সংগৃহীত

গুগলের লোগোতে শেষ বড় পরিবর্তন এসেছিল ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। ১০ বছর পর বহুরঙা আইকনিক ‘জি’ লোগোটি আপডেট করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। এমন পদক্ষেপকে কোম্পানিটির বড় পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে।

নতুন ডিজাইনে গুগলের ইংরেজি ‘G’ (জি) লোগোকে আরও রঙিন ও সমন্বিত রূপে উপস্থাপন করা হয়েছে। যেখানে প্রতিষ্ঠানটির সিগনেচার চারটি রং—লাল, হলুদ, সবুজ ও নীল নতুনভাবে একত্রে মিশে গেছে।

নতুন লোগোটির প্রথম ঝলক পাওয়া যায় চলতি বছরের ১১ মে। ওই দিন আইফোনের গুগল সার্চ অ্যাপ হালনাগাদ করার পর অনেক ব্যবহারকারী লোগোর নতুন রূপ দেখতে পান। পরদিন ১২ মে অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল অ্যাপেও বিটা সংস্করণ আপডেটের মাধ্যমে নতুন ডিজাইনটি দেখা যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে সব ডিভাইসে নতুন লোগো চালু হবে। শুধু মোবাইল অ্যাপ নয়, ওয়েব ব্রাউজারের ট্যাবেও নতুন 'ফ্যাভিকন' (ছোট আইকন) হিসেবে এটি প্রতিস্থাপিত হবে।

আরও পড়ুন: সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৫০০ কোটির বেশি মানুষ গুগল ব্যবহার করে। তাই গুগলের লোগো শুধু একটি চিহ্ন নয়, বরং এটি একটি গ্লোবাল আইডেন্টিটি, যা প্রযুক্তি, তথ্য ও নিত্যদিনের ডিজিটাল অভিজ্ঞতার প্রতীক হয়ে উঠেছে। ফলে এই লোগোর যেকোনো পরিবর্তনই বৈশ্বিক প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

এর আগে গুগল তাদের লোগোতে সর্বশেষ উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন প্রতিষ্ঠানটি তাদের ঐতিহ্যবাহী ‘শেরিফ’ টাইপফেস বাদ দিয়ে আধুনিক, ক্লিন ও ডিজিটাল-ফ্রেন্ডলি ‘Product Sans’ ফন্ট বেছে নেয়। সেই সঙ্গে ছোট হাতের ‘g’ বাদ দিয়ে বৃত্তাকারে বড় হাতের ‘G’ আইকন চালু করে, যা পরে গুগলের অ্যাপ ও অন্যান্য পরিষেবার চেহারা বদলে দেয়।