কারিগরিতে রেকর্ড হারে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

 কারিগরি শিক্ষা
কারিগরি শিক্ষা   © ফাইল ফটো

চলতি বছর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক লাখের বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। যাকে রেকর্ড সংখ্যক বলছে শিক্ষা মন্ত্রণালয়। আর পুরো কারিগরি খাতে দুই বছরে তিন লাখের মত শিক্ষার্থী বেড়েছে। যদিও সরকারের লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি এখনো।

দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১০ হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে প্রায় ১৩ লাখের উপর শিক্ষার্থী পড়াশোনা করছে।

তবে ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার হার ২০ শতাংশ করার লক্ষ্য থাকলেও তা এখনো অর্জন করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা শাবিপ্রবির শিক্ষার্থীদের

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, কারিগরিতে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। গত দুই বছরে তিনলাখের মত শিক্ষার্থী বেড়েছে। দেশে বর্তমানে কারিগরি শিক্ষার হার ১৮ শতাংশ।

এ প্রসঙ্গে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান জানিয়েছেন প্রতিটি ট্রেডের পাঠ্যক্রম পর্যালোচনার মাধ্যমে কারিগরি শিক্ষাকার্যক্রমকে যুগোপযোগী করার চেষ্টা করেছেন তারা। এ ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

চলতি বছরে ১৩৪টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এবং ৩২ টি বেসরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেই ভর্তি হয়েছে ১ লাখ শিক্ষার্থী। যা বিগত বছরগুলোর মধ্যে রেকর্ড সংখ্যক। বর্তমানে মানুষের মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে আগ্রহ বাড়ছে বলে মনে করছে মন্ত্রণালয়।

দেশে শিক্ষার্থীরাও কারিগরি প্রতিষ্ঠানে আসছে ভাল ফল নিয়ে নিজ ইচ্ছায়। তারা বলেছে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে এ শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ ও উপযোগী।

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান জোবাইদা ইসলাম বলেছেন কর্মসংস্থান তৈরিতে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি প্রতিষ্ঠানগুলোর সংযোগ আরো বাড়তে হবে। সেই সঙ্গে যন্ত্রপাতিরও আধুনিকরনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।


সর্বশেষ সংবাদ