২৪ ডিসেম্বর ২০২১, ০৯:০০

পলিটেকনিকের ছাত্রীর আত্মহত্যা

মমতাজ জাহান রিয়া  © সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মমতাজ জাহান রিয়া (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সে বিএসপিআইয়ের মেকানিক্যাল বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট এলাকায় নিজ ঘরের শয়ন কক্ষে রিয়া আত্মহত্যা করেন।

আরও পড়ুন: সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, ১৬ জনের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, রিয়ার মরদেহ বর্তমানে কাপ্তাই থানা হেফাজতে রয়েছে।

নিহত রিয়া প্রজেক্ট বড় মসজিদ বামতীর এলাকায় ৪ নম্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসবাস করতেন। তার পিতা পানি বিদ্যুৎ কেন্দ্র ক্রেন অপারেটর মেকানিক্যাল-২ এ কর্মরত।

আরও পড়ুন: এসএসসির সিলেবাস ৭০ শতাংশ কমানোর দাবি শিক্ষার্থীদের

এ বিষয় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, প্রেম ঘটিত বিষয় নিয়ে প্রবাসী বড় ভাই কাতার হতে মোবাইলে ছোট বোনকে শাসন করে। সে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। রিয়ার মা তাহার শয়নকক্ষ হতে ঝুলন্ত অবস্থায় ওড়না কেটে নিচে নামান বলে জানান।

রিয়াকে প্রথমে পিডিবি হাসপাতাল পরে কাপ্তাই উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জানান।

আরও পড়ুন: কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

এসময় উপস্থিত চিকিৎসক ডা. তায়েফ মাহমুদ বলেন, বিয়াকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে রিয়া গলায় ফাঁস দিয়েছে।