কারিগরি শিক্ষা বোর্ডে ডুপ্লিকেট ভর্তি বাতিলের সময় বৃদ্ধি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

২০২১-২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সকল সরকারি-বেসরকারি ডিপ্লোমা শিক্ষাক্রম, এইচএসসি (বিএমএ/ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ডুপ্লিকেট ভর্তি বাতিলের সময় বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (৮ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (এলএমডি) মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

আরো পড়ুন অক্সিজেনের অভাবে বাবার মৃত্যু, দুই সপ্তাহে অক্সিজেন প্ল্যান্ট বানাল স্কুলছাত্র

এতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২১-২১ শিক্ষাবর্ষে সকল সরকারি-বেসরকারি ডিপ্লোমা শিক্ষাক্রম, এইচএসসি (বিএমএ/ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ডুপ্লিকেট শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক তালিকা (www.btebadmission.gov.bd) ওয়েবসাইটে গত ২৬ মে প্রকাশ করা হয়েছে। ইতিপূর্বে ডুপ্লিকেট ভর্তি বাতিলের মেয়াদ ছিল ১০ জুন পর্যন্ত। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন জেলায় লকডাউন থাকায় যথাসময়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষ করতে পারছে না। এজন্য ডুপ্লিকেট ভর্তি বাতিলের সময় আগামী ২৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হল।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ