০৬ নভেম্বর ২০২৫, ০৯:২০

কারিগরির ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক ভর্তির সময়সীমা বৃদ্ধি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক ভর্তির সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সে অনুযায়ী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (৫ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এমপিও সংক্রান্ত আবেদন নিষ্পত্তির সময় বৃদ্ধি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায় এবং দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা ৬ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।