তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে বন্ধ থাকবে টিএসসি ও পলিটেকনিকও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৩ PM
চলমান শৈত্যপ্রবাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সারাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহও (টিএসসি) বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে।
আদেশে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। শৈত্যপ্রবাহে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না মর্মে জানা যাচ্ছে। এক্ষেত্রে যে সকল জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) থাকবে, ঐ সকল জেলা/উপজেলার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্ধ্ব না হওয়া পর্যন্ত) নির্দেশক্রমে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। উল্লেখ্য, স্ব স্ব অঞ্চলের আঞ্চলিক পরিচালকগণ বিষয়টি সার্বক্ষণিক তদারক করবেন।
এছাড়াও, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও এবতেদায়ী মাদ্রাসাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।