কারিগরি শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ PM
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।