অডিটের প্রতিবাদে ডিআইএ ঘেরাওয়ের ঘোষণা জাতীয়করণ প্রত্যাশী জোটের
অডিটের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ ও ডিআইএ অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) রাতে জোটের তাৎক্ষনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, মিনিস্ট্রি অডিটের নামে ঘুষ বাণিজ্যের ব্যাপারে আমার প্রতিবাদের কারণে উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমার প্রতিষ্ঠানে পূর্বের সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট রাতের তাৎক্ষণিক মিনিটংয়ে সর্বসম্মতভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ২টায় উপজেলা এবং জেলা সদরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ; ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় ডিআইএ অফিস ঘেরাও। এ কর্মসূচিগুলো পালনের সুবিধার্থে সিলেট বিভাগে ৪, ৫ ও ৬ ডিসেম্বরের জোটের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: মাধ্যমিকে বার্ষিক ও বৃত্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ, অনিয়মে শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
মিটিংয়ে জোটের ছয়টি সংগঠনের সভাপতি ও মহাসচিব কিংবা সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন জানিয়ে আজিজী বলেন, ‘আমার প্রতিষ্ঠানে অডিট হয়েছে ২০১৯ সালে। স্বাভাবিকভাবে অডিট হলে আরও ৫-৭ বছর পরে অডিট হওয়ার কথা। অডিট হলে একসাথে ১০টি প্রতিষ্ঠানে অডিট হয় এবং ১-২ জন কর্মকর্তা আসেন।’
তিনি আরও বলেন, ‘এখানে শুধু আমার প্রতিপ্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে এবং চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা আসলে আমার প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করতে চায়।’