১৯ অক্টোবর ২০২৫, ১৪:৪৬

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দিলেন বিএনপি মহাসচিব

শিক্ষকদের কথা শুনছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে তার সঙ্গে বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য জানান। এর আগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘তারা ক্ষমতায় এলে আমাদের চাকরি জাতীয়করণ করার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। আগামী ২২ অক্টোবর অর্থ উপদেষ্টা দেশে ফিরবেন, এরপর তিনি বিষয়টি নিয়ে আরও আলোচনা করবেন।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের পরামর্শ দিয়েছেন। আমরাও তাকে আশ্বাস দিয়েছি- আমাদের আন্দোলন এখনও পর্যন্ত পুরোপুরি শান্তিপূর্ণ। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই।’

আরও পড়ুন: মির্জা ফখরুলের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকে যা হলো

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা বিএনপির মহাসচিবকে অনুরোধ করেছি- আমাদের শিক্ষকদের মুরুব্বি হিসেবে বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা যেন আলোচনা করেন। আমাদের দাবি-দাওয়া সর্বোচ্চটুকু আদায় করতে সহায়তা করুন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তাকে আশ্বাস দিয়েছি।’

অধ্যক্ষ আজিজী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আন্তরিকতা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে আমাদের শিক্ষকরাও বেশ খুশি। তিনি (বিএনপি মহাসচিব) নিজেও যেহেতু শিক্ষক ছিলেন, তাই তিনি আরও বেশি করে আমাদের বিষয়টি বুঝেছেন।’ তিনি বলেন, ‘যেহেতু মির্জা ফখরুল ইসলাম বিষয়টি বিবেচনায় নিয়েছেন, তাই আমরা বিশ্বাস করি, অবশ্যই আমাদের দাবি পূরণের পথে।’