এবার শিক্ষকদের পাশে মিজানুর রহমান আজহারী
এবার শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ড. মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রজন্ম গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান জানাই।’
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারিতে ফের আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বুধবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ আল্টিমেটাম দেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষা উপদেষ্টা
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ‘রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল থেকে এক দফা জাতীয়করণের আন্দোলন শুরু করবে জাতীয়করণ প্রত্যাশী জোট।’