১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট  © টিডিসি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবাল’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। আগামীকাল সোমবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হবে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) নতুন এ কর্মসূচির ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট।

জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজীজি বলেন, দেশ গড়ার কারিগরদের বৈষম্যের মধ্যে রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব না। পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী শান্তিতে নেই। তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা অনেক কম। শিক্ষকরা ক্লাসে মনোযোগ দিতে পারছেন না। অবিলম্বে শিক্ষকদের প্রাণের দাবি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিতে হবে।

আরও পড়ুন: একটি উত্তম নির্বাচন করতে চাই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

তিনি আরও বলেন, ‘পাঁচ দিন ধরে শিক্ষকরা রাজপথে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে৷ আগামীকাল লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’