২৬ জুলাই ২০২৩, ২০:২৫

কর্মসূচি স্থগিত নয়, শুক্রবার দুপুর পর্যন্ত সংক্ষিপ্ত করার ঘোষণা

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা  © ফাইল ছবি

শিক্ষামন্ত্রীর শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবান প্রত্যাখান করেছে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। তবে হাইকোর্ট সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি সংক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, শুক্রবারি দুপুর পর্যন্ত স্বল্প পরিসরে তারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 

বুধবার (২৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬তম দিনের মতো কর্মসূচি পালনকালে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বকারী ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউছার আহমেদ। 

এসময় তিনি বলেন, ‘শুক্রবার প্রধানমন্ত্রী হাইকোর্টে আসবেন। উনার নিরাপত্তার জন্য হাইকোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তাই আগামীকাল বৃহস্পতিবার  থেকে শুক্রবার দুপুর ২ট পর্যন্ত কমর্সূচি সংক্ষেপণ করা হবে। এসময় আন্দোলনে গঠিত জোটের ৬০ জন নেতা কর্মসূচিস্থলে অবস্থান নেবেন। বাকিরা দুপুর ২টার পর আসবে।’

আরও পড়ুনঃ ইবতেদায়ি ও মাধ্যমিকের জন্য কেনা হচ্ছে সাড়ে ৬ কোটি বই

শিক্ষামন্ত্রীর আহবান প্রত্যাখ্যান করে তিনি আরও বলেন, ‘জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আমরা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না আসা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে।’

এর আগে দুপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজকের মধ্যে শিক্ষকদের আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন। 

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপনারা জানেন ২৭ জুলাই বিরোধী দল কর্মসূচি পালন করছে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে শিক্ষকদের তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজেই আমি অবশ্যই বলছি আজকে তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।’