এইচএসসি পাস করলেন সাফের শিরোপা জেতা দুই নারী ফুটবলার

ছবিতে নীলা ও মার্জিয়া
ছবিতে নীলা ও মার্জিয়া  © ফাইল ফটো

অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন শিপের শিরোপা জেতা নারী ফুটবল দলের দুই সদস্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে কৃতিত্ব দেখিয়েছেন ওই দুই নারী।

এইচএসসি পাস করা দুই নারী ফুটবলার হলেন- ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা ও মিডফিল্ডার মার্জিয়া আক্তার। তারা দুইজনই ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ সাফ নারী দলের সদস্য ছিলেন।

জানা গেছে, নীলা যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিলেন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ ৪ দশমিক ৭৫ পেয়েছেন তিনি। আএ মার্জিয়া ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ ৩ দশমিক ২৫ পেয়েছেন।

প্রসঙ্গত, বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ও বয়স ভিত্তিক দলের অধিকাংশ নারী ফুটবলাররা পড়ালেখা করছেন। গত জানুয়ারিতে জাতীয় দলের চার নারী ফুটবলার উচ্চশিক্ষা গ্রহণের জন্য রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।


সর্বশেষ সংবাদ