অস্ট্রেলিয়ায় খাবার রান্না করে বাংলাদেশি কিশোয়ার চমক

বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী
বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী  © সংগৃহীত

রান্নাবিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’। বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি শো এটি। অস্ট্রেলিয়ায় সোমবার (১৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘মাস্টারশেফ’ এর ত্রয়োদশ আসর। এর মূল পর্বের জন্য নর্দার্ন টেরিটরিতে এ প্রতিযোগিতা ও অনুষ্ঠানের দৃশ্যধারণ চলছে।

প্রতিযোগিতার বাছাই পর্বের যুদ্ধ শেষে চূড়ান্ত পর্বে অংশ নিয়েছেন ২৪ জন। এ পর্বে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী। তিনি ‘মাস্টারশেফ’র ত্রয়োদশ আসরের বাছাইপর্বে বাংলাদেশি পদ রান্না করেন। প্রথম পর্বে তার রান্নার ঝলক সবাই দেখেছে।

বাছাই পর্বে প্রতিযোগীদের পরিচিতি পর্ব ও তাদের রান্নার প্রথম পদের বিষয়টি প্রচার হয়েছে। এখন এই রিয়েলিটি শো’টির প্রতিযোগিদের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন কিশোয়ার। তাকে নিয়ে সাড়া পড়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও।

দেশটিতে থাকা বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে সমর্থন করছেন। এখন সকলের প্রত্যাশা তার মাধ্যমেই আন্তর্জাতিক গণমাধ্যমে শিগগিরই প্রচার হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু পদ।


সর্বশেষ সংবাদ