পরিশ্রম করেছিলাম, এত ভালো করবো ভাবিনি—গুচ্ছে দ্বিতীয় ফারহানা

 ফারহানা আক্তার সোনিয়া
ফারহানা আক্তার সোনিয়া  © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তির ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নোয়াখালী সরকারি কলেজের ছাত্রী ফারহানা আক্তার সোনিয়া। প্রকাশিত ফলে অসামান্য সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। 

ফারহানা আক্তার বলেন, ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করতে পারবো সেটা ভাবনাতেও ছিল না। পরিশ্রম করেছিলাম। আল্লাহর ওপর বিশ্বাস ছিল। তিনি পরিশ্রকারীদের নিরাস করেন না। আমার সফলতার পেছনে আমার মা-বাবা ও পরিবার পরিজনদের অনেক অবদান রয়েছে। এছাড়া আমার শিক্ষক যারা আমাকে গাইড করেছেন তাদেরও অনেক অবদান রয়েছে।। 

এর আগে গত সোমবার গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ২৪ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী।

গুচ্ছের ‘সি’ ইউনিটে (বাণিজ্য) মোট আবেদন করেন ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ৩৫১ জন। এই ইউনিটে পাশের হার ৬৩.৪৬ শতাংশ। মোট ২৪ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য হন। এছাড়া ৩৬.৫৪ শতাংশ অর্থাৎ ১৪ হাজার ১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। 


সর্বশেষ সংবাদ