ঢাকায় মার্কিন দূতাবাসে ভিসা নবায়ন আবেদন নেওয়া শুরু

  © ফাইল ফটো

করোনার কারণে কয়েকমাস বন্ধ থাকার পর ফের ভিসা নবায়নের আবেদন নেয়া শুরু করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও পুনরায় লেখাপড়ায় ফিরে যেতে ইচ্ছুকসহ কয়েক ধরনের নন-ইমিগ্রান্ট ভিসা নবায়নের আবেদন করা যাবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত রোববার থেকে এ আবেদন নেওয়া শুরু হয়েছে। নির্দিষ্ট শ্রেণিভুক্ত আবেদনকারীদের ইউএসট্রাভেলডকস.কম ওয়েবসাইটে গিয়ে লগইন করে প্রোফাইল আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করে অ্যাপ্লিকেশন প্যাকেটে বর্ণিত সেন্টারে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দূতাবাস সাক্ষাৎকার অব্যাহতি নবায়নের জন্য যোগ্য এফ, জে, এম, ও, কিউ, সি ও সি১/ডি ভিসার আবেদন ভিসার জন্য প্রক্রিয়া করবে। সাক্ষাৎকার ছাড়া নবায়নের যোগ্যতা অর্জনে আবেদন অবশ্যই পুরোনো ভিসার শ্রেণিভুক্ত হতে হবে। এই আবেদন পুরোনো ভিসার মেয়াদ শেষ হওয়ার ২৪ মাসের মধ্যেই করতে হবে।

আবেদন পাওয়ার পর দূতাবাসের কনস্যুলার অফিসার পর্যালোচনা করে আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন আছে কি না তা নির্ধারণ করবেন। যাদের সাক্ষাৎকারের প্রয়োজন, তারা নিয়মিত ভিসা কার্যক্রম চালু হলে সাক্ষাৎকারের সময় নিতে পারবেন।

ভিসা আবেদনের জন্য ফি এক বছর পর্যন্ত বৈধ থাকবে। এটি যে দেশে পরিশোধ করা হয়েছে সেখানে পরিশোধের তারিখ থেকে পরের এক বছরের মধ্যে সাক্ষাৎকারের জন্য ব্যবহার করা যাবে।

দূতাবাস যেসব ভিসা নবায়নের আবেদন গ্রহণ করছে তার মধ্যে রয়েছে,  সি১/ডি(সি১/ডি): ট্রানজিট/জাহাজ নাবিক বা ক্রুরু; এফ১: শিক্ষার্থী যারা তাদের ভিসা নবায়ন করতে চায়; এফ২: এফ১ শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান; জে: এক্সচেঞ্জ ভিজিটর ভিসা; এম: শিক্ষার্থী বৃত্তিমূলক বা ভোকেশনাল; ও: বিদেশি নাগরিক, যাদের বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য কিংবা খেলাধুলায় দক্ষতা রয়েছে এবং কিউ: এক্সচেঞ্জ ভিজিটরস-আন্তর্জাতিক সংস্কৃতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বি১/বি২ ভিসার আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ