ইংরেজির শিক্ষক হয়ে যেতে পারেন স্পেনে

  © সংগৃহীত

উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন স্কুল এবং সামার ক্যাম্পে শিক্ষকতার ইন্টার্নশিপ করার সুযোগ দিয়ে থাকে ইরাসমুস ইন স্কুল। জনপ্রিয় এই ইরাসমুস স্পেনে ইংরেজি ভাষার শিক্ষক নিচ্ছে। শিক্ষকতাকে যারা পেশা হিসেবে গ্রহণ করতে চায় তাদের ইংরেজি ভাষার শিক্ষকতার পাশাপাশি সেখানে স্পেনিশ ভাষা ও সংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ থাকবে।

এছাড়া ইরাসমুস স্কুলসমূহ শিশু-কিশোরদের সাথে শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা, খেলাধূলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কাজ করতে আগ্রহী। স্পেনের সমাজ-সংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ভাগাভাগি, শক্তিশালী কমিউনিটি গড়া- এমন প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে।

এতে ছোট ছোট গ্রুপে ইংরেজি শিক্ষা দিতে হবে। এ প্রোগ্রামের অধীনে সাংস্কৃতিক আলোচনা, খেলাধূলা, নাচ, নাটক, ভ্রমণ ইত্যাদি যে কোন ধরনের অ্যাক্টিভিটি করা যাবে, তবে যোগাযোগের মাধ্যম হিসাবে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে।

সুযোগ সুবিধাসমূহ:

১. স্কুল এবং এলাকার উপর ভিত্তি করে মাসিক বেতন ৫০০-১০০০ ইউরো হতে পারে।

২. ফ্রি স্পেনিশ ভাষার ক্লাস কররার সুযোগ

৩. শিক্ষকতার সার্টিফিকেট প্রদান করা হবে।

৪. স্বাস্থ্য বীমা

৫. কিছু কিছু স্কুল আবাসন এবং দুপুরের খাবার প্রদান করে থাকে।

আবেদনের যোগ্যতা:

ইংরেজিতে C1 লেভেলের দক্ষতা থাকতে হবে।

ইংরেজি মাতৃভাষা নয় এবং ইইউর অধিবাসী নন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ সকল দেশ।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২০ইং

আবেদন করতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ