ঢাবিতে ভর্তির আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৩:১২ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২২, ০৩:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফি বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। তিন শিক্ষাবর্ষের মধ্যেই ধাপে ধাপে তা ১০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তির আবেদন ফি বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা।
আজ রবিবার (১০ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, বছর বছর ভর্তির আবেদন ফি বৃদ্ধি করে শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হচ্ছে, যা শিক্ষা গ্রহণের সুযোগকে দিন দিন সংকোচিত করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বাণিজ্যিকভাবে গড়ে উঠা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিপরীতে এখনো আশা ভরসার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ঐতিহ্যকে ব্রান্ড ভ্যালু হিসেবে ব্যবহার করে ভর্তির আবেদন ফি বাড়িয়ে ফেললো। এর মধ্য দিয়ে একদিকে তারা শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করলো, আরেকদিকে বিশ্বব্যাংক এর পরামর্শে ইউজিসির ২০ বছর মেয়াদী কৌশলপত্র আরেকধাপ এগিয়ে নিলো।
“যে কৌশলপত্রে বলা আছে, ২০২৬ সালের মধ্যে অভ্যন্তরীণ আয়ের লক্ষমাত্রা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা হবে। ইতোমধ্যে বিভিন্নভাবে আমরা এর ফলাফল দেখেছি। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে এই কৌশলপত্র বাতিলের দাবি জানিয়ে আসছে।
নেতৃবৃন্দ আরও বলেন, করোনাকালীন সময়ে নি¤œবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলো দারীদ্রসীমার নিচে চলে গেছে। আবার এই সময়ে চড়া দামে জিনিসপত্র কিনতে হচ্ছে। ফলে এই পরিবারগুলো এমনিতেই সংকটে আছে তার উপর আবার এই ফি বাড়ানো তাদের উপর ‘মরার উপর খাড়ার ঘা’ এর সামিল। করোনার ক্ষতি কাটিয়ে উঠার জন্য শিক্ষাখাত নিয়ে এই রাষ্ট্রের বিশেষ কোনো পরিকল্পনা ছিল না, ছিল না কোনো ধরনের বিশেষ বরাদ্দ। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করোনাকালীন শিক্ষাবর্ষে সকল ধরনের ফি বাতিলের দাবি জানিয়ে আসছিল। সেদিকে কান না দিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি বাড়ানো হলো।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি দিতে না পারাসহ বিভিন্ন আর্থ-সামাজিক-পারিবারিক সংকটে পড়ে আত্মহত্যা করা শিক্ষার্থী অন্তু রায়ের কথা উল্লেখ করে সকল শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি বিবেচনায় না নিলে অন্তু রায়ের আত্মহত্যার মতো পরিস্থিতি তৈরি হওয়া কোনো অসম্ভব ঘটনা নয়। তাই আর কোনো শিক্ষার্থী শিক্ষার ব্যায় বৃদ্ধির বলি হওয়ার আগেই শিক্ষার বেসরকারীকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে চলমান আন্দোলনেকে জোরদার করুন।
প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১০০ টাকা বাড়িয়ে করা হয় ৪৫০ টাকা। এরপর ২০২০-২১ শিক্ষাবর্ষে আরও ২০০ টাকা বাড়িয়ে করা হয় ৬৫০ টাকা। এবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ফি আরও ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ পরপর তিন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি বাড়ছে মোট ৬৫০ টাকা।