হুমায়ুন আজাদ স্মরণে ঢাবিতে মৌলবাদ বিরোধী ‘আলোর মিছিল’

ছাত্রলীগের আলোর মিছিল
ছাত্রলীগের আলোর মিছিল  © সংগৃহীত

কিংবদন্তী প্রগতিশীল লেখক, কথা সাহিত্যিক অধ্যাপক হুমায়ুন আজাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এই আলোর মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আলোর মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি  ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী অধ্যাপক হুমায়ুন আজাদকে কুপিয়ে জখম করে। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে ওই বছরের ৭ আগস্ট একটি গবেষণা বৃত্তি নিয়ে তিনি জার্মানিতে চলে যান। এর পাঁচদিন পর জার্মানির মিউনিখের নিজ ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ