রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই: নুর
দেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই বলে মনে করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও বৃহৎ দুটো রাজনৈতিক দল দুটি গ্রহে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে বিশৃঙ্খলায় ঢাবি উপাচার্যের ক্ষোভ
নুরুল হক নুর বলেন, ‘আমাদের অতীতের অনেক ভুল রয়েছে। মানুষের জীবনে ভুল থাকবেই। ইতিহাসে সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই। আগামীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে ঐক্য গড়ে তুলতে হবে।’
পড়ুন: পাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী করতে হচ্ছে একটি বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের অধীনে। এটি জাতির জন্য লজ্জার।
পড়ুন: ববিতে ভর্তি হয়েছে ৩২০ জন, আসন খালি ১১২০টি
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নুর বলেন, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নিয়ে যখন আমেরিকার সম্মেলন হয়। ৫০ বছরে আমরা সেই গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পাইনি। এটি স্পষ্ট এক নির্দেশক। আমাদের দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই।