নুরের নতুন রাজনৈতিক দলের ঘোষণা চলতি মাসে

নুরুল হক নুর
নুরুল হক নুর  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে নতুন ধারার এই রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্য পন্থার এই দলের আহবায়ক হচ্ছেন ড. রেজা কিবরিয়া। আর নুরুল হক নুর থাকছেন সদস্য সচিব হিসেবে। নতুন দলের নাম হতে পারে ‘গণঅধিকার পরিষদ’ অথবা ‘বাংলাদেশ অধিকার পার্টি’। এই দলে উপদেষ্টা হিসেবে থাকছেন ড. জাফরুল্লাহ চৌধুরী।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, আগামী ২০ অথবা ২১ অক্টোবর আমাদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। দলের ঘোষণা দেওয়া হলেও গঠনতন্ত্র এখন সেভাবে দেওয়া হবে না। তবে একটা ঘোষণাপত্র থাকবে। সেখানে স্বাধীনতার ৫০তম বছরে কেন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিল সে বিষয়ে লেখা থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দল গোছানোর কাজ শেষ হলে জেলা পর্যায়ে কমিটি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের পদ্ধতি পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে।সেজন্য কেন্দ্রীয় কমিটি ও দলের ঘোষণা নিয়ে কাজ করছি। একইভাবে জেলা-উপজেলা কমিটির কাজ চলছে। আমাদের অনেক কাজ হয়েও আছে।


সর্বশেষ সংবাদ