সশরীরে পাঠদান শুরু এখন সময়ের দাবি: স্বতন্ত্র জোট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১০:৫৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২১, ১০:৫৯ PM
শিগগিরই শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে স্বতন্ত্র জোট। আজ শুক্রবার (১৩ আগস্ট) স্বতন্ত্র জোটের যুগ্ম আহ্বায়ক জুহায়ের আনজুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সতের মাস ধরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পাঠ কার্যক্রম ও আবাসিক হল বন্ধ রয়েছে। করোনার শুরু থেকে এভাবে টানা শিক্ষাপ্রতিষ্ঠানের সকল অফলাইন শিক্ষাকার্যক্রম বন্ধ থাকার ঘটনা সারাবিশ্বে নজিরবিহীন। এছাড়া অনলাইন ক্লাসে ইন্টারনেট সংযোগ এবং পাঠসংক্রান্ত সুযোগ-সুবিধার অভাবে অনেক শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে।
এমতাবস্থায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি সেশন জটে হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়। তাই যথাশীঘ্রই শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করে সশরীরে পাঠ কার্যক্রম শুরু করা তাই এখন সময়ের দাবি।
এতে বলা হয়, এসকল বিষয় মাথায় রেখে স্বতন্ত্র জোটের পক্ষ থেকে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর ছয় দফা দাবি জানানো হচ্ছে-
১. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে যথাসম্ভব দ্রুত দুই ডোজ টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় অফলাইন কার্যক্রম চালু করা হোক। টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের নামের তালিকা সংগ্রহ করে দ্রুততম সময়ে ডেটাবেজ তৈরি করা হোক।
২. যে শিক্ষার্থীদের এনআইডি নেই বা নতুন এনআইডি তৈরিতে দেরি হচ্ছে, তাদের জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে টিকা পাবার ব্যবস্থা করা হোক।
৩. সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দিয়ে ভ্যাক্সিনেশন কার্ড চেক করে শিক্ষার্থীদের হলে উঠতে দেয়া হোক। একই সাথে হল থেকে সব অছাত্র ও অবৈধ সিটে থাকাদের পুনরায় হলে ওঠা বন্ধ করতে হবে।
৪. হলে ওঠার পরে কোন শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে তাদের জন্য প্রতিটি হলের কোনো একটি বিল্ডিং/ব্লককে কোয়ারান্টাইন ফ্যাসিলিটি হিসেবে প্রস্তুত রাখা হোক। সাথে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে এমন পরিস্থিতি মোকাবেলায় জনবল, ওষুধ ও সরঞ্জামসহ প্রস্তুত করা হোক।
৫. সেপ্টেম্বর মাসজুড়ে অন্তত অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের সকল শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরের গ্রহণ এবং দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হোক।
৬. অক্টোবরের মধ্যে সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ভ্যাক্সিনেশন নিশ্চিত হওয়া সাপেক্ষে সশরীরে সকল শিক্ষাকার্যক্রম শুরু করা হোক।