রাজুতে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, শুরু হচ্ছে সমাবেশ
শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ শুরু হচ্ছে। সোমবার (২১ জুন) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেছে ছাত্রলীগ নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে রবিবার (২০ জুন) রাতে সংগঠনটির ঢাবি শাখার দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।
আরো পড়ুন ভ্যাকসিনের দাবিতে মানববন্ধন করবে ঢাবি ছাত্রলীগ
বিজ্ঞপ্তিতে আবাসিক ফি ও পরিবহন ফি প্রত্যাহার, আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীকে দ্রুততম সময়ে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান বাস্তবায়নের জন্য রোডম্যাপ প্রণয়ন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থার দাবির কথা জানানো হয়েছে।