কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত কর বাতিল দাবি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুন ২০২১, ০৭:২০ PM , আপডেট: ০৪ জুন ২০২১, ০৭:২০ PM
২০২১-২০২২ অর্থ-বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর প্রস্তাবিত ১৫% কর বাতিলের দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ সঞ্চালন করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, প্রস্তাবিত এ বাজেটকে ব্যবসায়ী আর পূঁজিবাদী সমাজ অভিনন্দন জানিয়েছে। কিন্তু সাধারণ মানুষ এ বাজেট মেনে নেয় নি। কারণ তাদের জন্য বাজেটে কোন অংশ নেই। উল্টো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রস্তাবনা এসেছে।
তিনি বলেন, এ বাজেটের মাধ্যমে ঋণ আর ঘাটতির বোঝা সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল ধরনের শিক্ষা ব্যবস্থা কে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যে কথা ছিলো তা না করে শিক্ষাখাতকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।
কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১৫% কর মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, অতীতে ছাত্রসমাজ মেনে নেয় নি, এখনো তারা মেনে নিবে না। শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার কোন পায়তারা করা হলে তা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, শিক্ষাখাতের সাথে বিভিন্ন খাত যোগ করে জনগণের চোখে ধুলা দেওয়া হচ্ছে। দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাড়তি বিভিন্ন খাতের সাথে সংযোগ করে জনগণের চোখে ধোঁয়া দেওয়া হচ্ছে। জিডিপি বাড়ছে বাড়ছে বলে চিল্লানো হচ্ছে। কিন্তু এত জিডিপি বাড়ে মানবসম্পদের কোন উন্নয়ন হচ্ছে না কেন?
পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে সরকার
ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সংসদের সভাপতি ইন্দ্রানীল দেবনাথ বলেন, কয়েকটি বিষয়ের প্রতি নজর দিলে বুঝতে পারবেন আমরা কেন আন্দোলন করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর মালিক কারা, বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের উৎস কী, সরকারের কতটুকু নিয়ন্ত্রণে আছে বিশ্ববিদ্যালয়গুলো।
তিনি বলেন, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন বহির্ভূতভাবে ব্যাবসা করছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নজরদারি বাড়াতে হবে। গতকাল বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপের মাধ্যমে প্রমাণিত হয় এটা কোনো অলাভজনক প্রতিষ্ঠান নয়, এটা মুনাফা অর্জনের কারখানা।
একই সময়ে একই দাবিতে এর পাশেই সমাবেশ করে ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংসদ। এ কর্মসূচিটি সঞ্চালনা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক রেশমা সাবা।
সমাবেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল বলেন, গতকাল বাজেটের মাধ্যমে সরকার শিক্ষাকে পণ্য হিসেবে জাস্টিফাই করেছে। আর যদি এই বাজেট পাশ হয়, তাহলে অফিসিয়ালি শিক্ষা পণ্য হিসেবে পরিণত হবে। এর মাধ্যমে সরকার শিক্ষা সংকোচন নীতির পায়তারা করছে।
এসময় আরো বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ পার্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঈন হোসেন মাইনসহ আরো অনেকে। সমাবেশ শেষে পৃথকভাবে শাহবাগ থেকে দুটি মিছিল শুরু করে টিএসসিতে গিয়ে শেষ করে সংগঠন দুটি।