‘ভারতের কারণে আমাদের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে’

নুরুল হক নুর
নুরুল হক নুর  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ভাসানীর মতো একজন মজলুম জননেতা আজ বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার। ভারত আমাদের বন্ধু হলেও তাদের আচরণ বন্ধু সুলভ নয়। ভারতের কারণে আমাদের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণাঞ্চলের পানি লবণাক্ত হয়ে পড়েছে।

আজ রবিবার (১৬ মে) দুপুরে ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে ভার্চুয়াল নাগরিক আলোচনায় নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, কোন সরকারই ভারতের সাথে সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়নি। আপনারা সবাই জানেন উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। এমন কি সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে পরিবেশ নষ্ট করা হচ্ছে।

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় ভার্চুয়ালি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি ড. জসিম উদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস আই খান, সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ